শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে-গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া: রিজভী

রবিবার, মে ১৯, ২০২৪

প্রিন্ট করুন
শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই 1
শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই 1

সিএন প্রতিবেদন: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে-গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, সত্য ও ন্যায়ের বিরুদ্ধে যাওয়া। আমাদের নেতা তারেক রহমান এই ভোট বর্জনের যে আহ্বান জানিয়েছেন, সেটা ব্যাপকভাবে সাড়া পেয়েছে। মানুষ মনে করে

রোববার (১৯ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস যে, প্রথম ধাপের নির্বাচনে আমাদের আহ্বানে যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জনের আহ্বান যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচনেও (বর্জন) সফল হবে।’

ভোট বর্জনের ক্যাম্পেইন প্রসঙ্গে রিজভী আরও বলেন, ‘এই ভোট বর্জনের জন্য আমাদের নেতা-কর্মীরা জনগণের কাছে যাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। বর্জনের যে প্রস্তুতি, সেটা সমান তালে চলছে। আওয়ামী লীগ সরকারকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এর প্রতিফলন ইতিমধ্যে হয়েছে, আবারও হবে।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন