শনিবার, ২১ জুন ২০২৫

শিরোনাম

এক হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

শনিবার, মে ৩১, ২০২৫

প্রিন্ট করুন

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

বৃহস্পতিবার (২৯ মে) এক সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ফেরত পাঠানো ভারতীয়দের ৬২ শতাংশকে আনা হয়েছে বেসরকারি বিমানে করে। তবে ফেরত পাঠানোর কারণ কিংবা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে তার প্রশাসন। এরই ধারাবাহিকতায় বিপুল সংখ্যক অভিবাসীকে আটক ও ফেরত পাঠানো হচ্ছে।

ফেব্রুয়ারিতে একদল ভারতীয় অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠানোর সময় তাদের হাত-পা শিকলে বাঁধা হয়েছিল বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো, যা দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

ভারতীয় মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অভিবাসন ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। আমরা আমাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছি। ট্রাম্প প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ হাজার ভারতীয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কবার্তায় জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে জোরপূর্বক ফেরত পাঠানোসহ আজীবন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।

এ ছাড়া বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়ার নতুন সময়সূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সামাজিক মাধ্যমে কার্যক্রম নজরদারির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। রণধীর জসওয়ালের তথ্যানুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন ৩ লাখ ৩০ হাজার ভারতীয় শিক্ষার্থী, যা বৈদেশিক শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন