শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’, জয়ের পর বললেন ট্রাম্প

বুধবার, নভেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই তার এ জয় ঘোষণা করেছেন; এরপর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’। খবর বিবিসির।

ট্রাম্প আরও বলেন, ‘এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। এটি আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’

জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, একদিন আপনারা এ দিনটির দিকে ফিরে তাকাবেন এবং এই দিনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি বলে বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে সুস্থ করে তুলতে যাচ্ছি।’

এ সময় ট্রাম্পের পাশে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তার সন্তানরা ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান।

এদিকে, বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবরে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন