শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

এবারের হজ পালন করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের প্রতীক

সোমবার, জুলাই ১১, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: পৃথিবীর ১৮০ কোটি মুসলমান এ বছর পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। সেই উদযাপনে শামিল হয়েছে যুক্তরাষ্ট্রও। ঈদুল আজহাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের মুসলিমসহ পৃথিবীর সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জো বাইডেন।

হোয়াইট হাউসের প্রেস রিলিজে তিনি বলেন, জিল (বাইডেনের স্ত্রী) ও আমি ঈদুল আজহা উদযাপনকারী যুক্তরাষ্ট্র ও সারা পৃথিবীর মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানাই। স্রষ্ট্রার সেবায় যারা কম সৌভাগ্যবান, তাদের সাথে কোরবানি ভাগ করে নেয়ার কাজটি আজকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এক সাথে কাজ করার জন্য আমাদের সাধারণ অঙ্গীকারকেই প্রতিফলিত করে।’

এবারের হজ পালনকেও বাইডেন দেখছেন মহামারির বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে।

তিনি প্রেস রিলিজে বলেন, ‘যদিও করোনাভাইরাস বিধিনিষেধ রয়ে গেছে। এর পরও সাদা পোশাকে আবদ্ধ মুসলমানরা হজ পালনের জন্য দুই বছরের মধ্যে প্রথম বারের মত জড়ো হয়েছেন। এটি মহামারির বিরুদ্ধে যুদ্ধে আমরা যে অগ্রগতি করেছি ও ভবিষ্যতে আমাদের আরো যেসব কাজ করতে হবে, তার প্রতীক।’

সবশেষ তিনি ও তার স্ত্রী জিলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে বাইডেন বলেন, ‘আপনাকে ও আপনার প্রিয়জনদের সম্প্রদায়, উদযাপন, সহানুভূতি ও সেবায় ভরা একটি আনন্দময় ছুটির শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, হজ মাবরুর।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন