শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

এবার চবির ভর্তি পরীক্ষা হবে চট্টগ্রাম শহরের পাঁচ কেন্দ্রেও!

শুক্রবার, মার্চ ১, ২০২৪

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম নগরীতেও অনুষ্ঠিত হবে। এর বাহিরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো ক্যাম্পাসের বাহিরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়ার কথা থাকলেও স্থান সংকুলান না হওয়ায় ক্যাম্পাসের বাহিরে পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ১৩ হাজার ২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবে।

পাঁচটি কেন্দ্রের মধ্যে রয়েছে- হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। প্রথমদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৮২ জন

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন