শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র কুরআন

রবিবার, জুলাই ২৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সুইডেনের পর এবার পবিত্র কুরআন পোড়ানো হয়েছে প্রতিবেশী দেশ ডেনমার্কে। সুইডেনের ঘটনায় বিশ্বব্যাপী উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও একই ঘটনা ঘটানো হলো।

শুক্রবার (২১ জুলাই) দেশটির ইরাকি দূতাবাসের সামনে এই কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরাকের পতাকাও পোড়ানো হয়েছে।

জানা যায়, সুইডেনের ইসলামবিদ্বেষী গোষ্ঠী ড্যানস্কে প্যাট্রিয়টার কোপেনহেগেন ইরাকি দূতাবাসের সামনে এই কুরআন পোড়ানোর ঘটনা ঘটায়। গোষ্ঠীটি জানিয়েছে, তারা এই কাজটি করেছে মূলত ইরাকে সুইডিশ দূতাবাসে হামলার প্রতিবাদে।

গোষ্ঠীটি কোপেনহেগেন কুরআন পোড়ানোর পাশাপাশি ইসলামবিরোধী বিভিন্ন স্লোগানও দেয়। ড্যানিশ পুলিশের উপস্থিতিতে গোষ্ঠীটি কুরআন পোড়ানোর মতো জঘন্য ঘটনা ঘটায়। পরে তারা কুরআন পোড়ানোর পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।

গত বৃহস্পতিবার ভোরে সুইডেনে আবারও কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ইরাকি নাগরিকদের একটি দল বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলা চালায় এবং ভাঙচুর করে।

এর আগে গত ২০ জুলাই আবারও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পোড়ানোর অনুমতি দেওয়ায় ইরাকের প্রধানমন্ত্রী অবিলম্বে বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলেন। পাশাপাশি স্টকহোমে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকেও দেশে ডেকে পাঠান তিনি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন