বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের আকাশে ১০ বার বেলুন উড়ানোর অভিযোগ

সোমবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের আকাশসীমায় বেলুন উড়ানোর অভিযোগ এনেছে বেইজিং। চীনের দাবি যুক্তরাষ্ট্র এক বা দুইবার নয়, ১০ বারেরও অধিক সময় নিজেদের আকাশ সীমায় বেলুন উড়িয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেন, কেবল গত বছরই চীন সরকারের অনুমতি ছাড়া তাদের আকাশসীমায় ১০ বারের বেশি যুক্তরাষ্ট্রের বেলুন উড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চীনকে দোষারোপ করার পরিবর্তে নিজেদের ভাবনা ও পদক্ষেপে পরিবর্তন আনুন। চীন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের পেশাদারি জবাব দিয়েছে।’

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের আকাশসীমা থেকে চীনা নজরদারি বেলুন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। এরপর আজ সোমবার চীনের জলসীমায় ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা যায়। পরে চীনা কর্তৃপক্ষ সেটি গুলি করে ভূপাতিত করে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন