বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

এবার ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তাজিকিস্তান

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: এবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাজিকিস্তানে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে চীন সীমান্তের কাছে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনের সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। শক্তিশালী এ ভূমিকম্পে চীনের জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় এবং আর্টাক্স তীব্রভাবে কেঁপে উঠেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, আজ সকালে তাজিকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে আঘাত হেনেছিল। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও চীনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর আরেকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। পরাঘাতটি ছিল ৫ মাত্রার। যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানে জনবসতি কম এবং এর চারপাশে সুউচ্চ পামির পর্বতমালা রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত দুই দেশের মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এরপর গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভয়াবহ এ ভূমিকম্পের ক্ষত না শুকাতেই আবার চীন-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প আঘাত হানল।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন