শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শিরোনাম

এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

রবিবার, মার্চ ১৬, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সাবেক ও বর্তমান সদস্যদের প্রাণোচ্ছল অংশগ্রহণে এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ইফতার মাহফিল ও কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রামে সীতাকুণ্ডস্থ ফৌজদারহাট বোট ক্লাবে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মিসবাহুল ইসলাম তুহিন।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক তাকবির আহমেদের সমন্বয়ে এবং সহ-সভাপতি কাজী সৌরভ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী এফসিএ এবং এসবিএস-এর সাবেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও সাবেক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের ঐতিহ্য ও ভবিষ্যৎ লক্ষ্যের উপর আলোকপাত করেন। এছাড়া, বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা এবং এসবিএস-এর বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইফতারের পর প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী এফসিএ ২০২৫-২৬ কর্মদিবসের জন্য এসবিএস-এর নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইনান্স বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাকিব।

অনুষ্ঠানে এসোসিয়েশনের অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. সোলায়মান শওকত, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন, সাবেক সভাপতি মো. তাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ, সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী হায়দার, সাবেক সভাপতি ফোরকান উদ্দিন, ফয়জুল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ শাহিন, সাবেক সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ কামরুল হাসান, শাহাদাত অনিক, সাবেক সভাপতি মিজান উদ্দিন, সাবেক সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সাবেক সহ-সভাপতি মো. রিফাত বিন ইউসুফ, সাবেক সহ-সভাপতি মিজবাহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি নোমান ইদ্রিস, সাবেক সভাপতি নুর নওশাদ, সাবেক সহ-সভাপতি জামিউল হাসান, সাবেক সহ-সভাপতি এ কে মিনহাজ, সীতাকুণ্ড ছাত্র সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, বর্তমান সভাপতি সাদমান ইউসুফ সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মোহিনুল সৌরভ।

প্রসঙ্গত, এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশন সীতাকুণ্ডের তিনটি ইউনিয়নের (সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি ছাত্র সংগঠন। এর প্রতিষ্ঠাকাল ১৯৯৫ সাল। প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক, সাংস্কৃতিক ও চবিতে ভর্তিচ্ছুদের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন