শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

কক্সবাজারের পোকখালীতে আল মানাহিল ফাউন্ডেশনের খেজুর বিতরণ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: কক্সবাজার জেলার ইদগাহ উপজেলার মধ্যম পোকখালীতে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) এই খেজুর বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক সালাহ উদ্দিন। এর আগে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির খালভী ৪২০ কেজি খেজুর বিতরণের জন্য তাঁর হাতে তুলে দেন।

খেজুর বিতরণকালে মাওলানা শফিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী সৌদি আরবের ডোনারদের বিদেশী খেজুর পেয়ে খুশি হয়ে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও শোকরিয়া জ্ঞাপন করেন ও ফাউন্ডেশনের উন্নতি ও কল্যাণ কামনা করেন।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপি গরিব ও অসহায় রোজাদারদের মাঝে ৫২ টন খেজুর বিতরণের উদ্যোগ নেয় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সৌদি আরব থেকে আসা এসব খেজুর পর্যায়ক্রমে দেশব্যাপি বিতরণ করেছে সংস্থাটি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন