আমি ইজরাইল থেকে পালিয়ে আসা একটি ইহুদি মেয়ে
আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, আমেরিকা
তুমি আমাকে থাকতে দিয়েছ
খেতে দিয়েছ
পরতে দিয়েছ
অত সুন্দর একটা জোড়া বাড়ি পুড়ে গেল চোখের সামনে
এক টিন তেল যেমন পুড়ে যায়
এক বাক্স কাগজ যেমন পুড়ে যায়
ছাই হয়ে মিলিয়ে যায় – ঠিক তেমনি।
সিএন/এমএ
Views: 16
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন