শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

কবিতা: ঈদ এসেছে । ইমতিয়াজ মাহমুদ নাঈম

মঙ্গলবার, মে ৩, ২০২২

প্রিন্ট করুন

এলোরে এলো বছর ঘুরে মাহে রমজানের ঈদ,
তাইতো সবার মনে প্রাণে ছুটছে টলোমলো হৃদ।

ঈদ এসেছে চাঁদ হেসেছে
সুখের ভেলায় বাধ ভেসেছে,

ঈদের খুশি ডাকছে সবাই,
মানবে আর কোন বাধাই।

ঈদের খুশি সরল হাসি,
হৃদয়ে বাঁশি জাগায় নিশি।

আকাশ জুড়ে তারার পাখি,
ঝুলছে যেন ঈদের ঝাকি।

চাঁদের বিশাল তেপান্তরে,
গড়িয়ে নামে সবার ঘরে।

ঈদের দিনে সবার মাঝে,
সাজছে সবাই নতুন সাজে।

ঈদ মানে ভাই কোলাকুলি,
সব ভেদাভেদ আজ যাই ভুলি।

সিয়ামের শেষে আসে ঈদ উৎসব,
আনন্দ কোলাহলে মাতে কলরব।

ঈদ আমাদের শিক্ষা দিল,
মন থেকে মন গড়ে নিল।

হাসছে সবাই ঈদের হাশি,
সবার মাঝে ঈদের খুশি।

হিংসা বিভেদ সব ভুলেছে,
ঈদ আনন্দের পাল তুলেছে।

কবি: ছাত্র, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন