রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: একুশ আমার অহংকার  । শ্রাবন্তী বড়ুয়া

রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

প্রিন্ট করুন

পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে
দেশমাতৃকার মুখে হাসি ফোটাতে;
মায়ের ভাষা বাংলায় কথা বলতে;
স্বাধীনভাবে স্বাধীন দেশে পথ চলতে;
বাংলার অলিগলি-মেঠোপথে
সদলবলে হৈ হুল্লোর করে ঘুরে বেড়াতে;
নবজাতককে একটি স্বাধীন স্বদেশ উপহার দিতে;
মাতৃভাষায় কথা বলার অধিকার দিতে;
সে দিন রফিক, সালাম, বরকতসহ
বাংলার বহু দামাল ছেলে
অকাতরে দিয়েছিল তাজা প্রাণ!

আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ,
লাল-সবুজের পতাকা, মাতৃভাষা বাংলা-
তাদের প্রাণের দান।

মহান ২১ ফেব্রুয়ারি-
শুধু শোকের নয়; অহংকারের দিন,
শত শহীদের বীরত্বগাথা স্মরণের শুভ দিন।
প্রিয় বাংলা ও মাতৃভাষাকে
শ্রদ্ধা ও ভালবাসার দিন।

কবি: সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন