শুক্রবার, ২০ জুন ২০২৫

শিরোনাম

কবিতা: কাঁঠাল  । গনি মিয়া বাবুল

বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

প্রিন্ট করুন

জাতীয় ফল কাঁঠাল
স্বভাব তার আঠাঁল,
পুষ্টি গুণে ভরপুর
অধিক জন্মে গাজীপুর।

হলুদ রঙের সুমিষ্ট
কাঁঠাল সর্বত্র পরিদৃষ্ট,
পাতা ফুল ফল
বিচিতে অধিক বল।

কাঁচা কাঁঠালের তরকারী
স্বাস্থ্যের জন্যে উপকারী,
রয়েছে বহুমুখী ব্যবহার
কাঁঠাল আদর্শ ফল সবার।

কাঁটায় ভরা দেহ তার
রসময় রসে একাকার,
কত যে গুণ তার
এই ফল জনতার।

কবি: শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক
সভাপতি, কবি সংসদ বাংলাদেশ, ঢাকা।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন