দুর্নীতির সংক্রামক রোগে
সাধারণ জনতা ভোগে,
যারা দুর্নীতি করে
তারা থাকে সুখে!
দেশ ধ্বংসের পথে।
সত্য অবনত বেশে
মিথ্যা চলে এগিয়ে,
দুর্নীতির ছলে বলে
দূর্ভোগ যাচ্ছে বেড়ে।
শহর কিংবা গ্রামে
দুর্নীতি ব্যাধির জ্বরে
মানুষ মরছে ধীরে
আমরা বাঁচব কি করে
দুর্নীতি দূর না হলে?
দুর্নীতি বিরোধী অভিযানে
প্রত্যেকে জনে জনে
এস এক পতাকাতলে।
কবি: চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি
Views: 15
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন