মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: বাঁশরির মায়া  । মোহাম্মদ ওয়াসিম

শুক্রবার, জুলাই ২১, ২০২৩

প্রিন্ট করুন

ব‍্যাথাভরা সাধনা আমার বাঁশরি ব্ল‍্যাক পাইথন।
কেন ডাক আমায় বাঁশরির সুরে সুরে সারাক্ষণ।
আমি তো তোর মায়ায় মজিলাম প্রেম- জলের ঘাটে।

বসি নিরালায় যখন-তখন, উভয়ে পুকুরের কিনারাতে।
সুরের মায়া, ঘ্রাণের মায়া দিনভর বাঁধি বন্ধু শ‍্যাম-কালিয়া,
বুঝায় ভাবে-সাবে দু’জনা, মায়াজালে বিভোর হ‌য়ে।
মায়ায় পড়লে তো কাটিয়ে উঠা দুরুহ
মায়ার জালে জড়িয়ে হয়েছে কত নিঃস্ব।

মায়া তো অদৃশ্য এক অদ্ভুত অনুভূতি
মায়ার বৃক্ষ থেকে জন্মায় তার‌ই গতি।
মায়া-প্রেম যেন ভিতরে-বাহিরের চিরায়ত রূপ,
দু’জনার উঠোনে পিঁড়ি পেতেছে তার‌ই স্বরুপ।

অতি মায়া, অতি প্রেমে মোহিত হ‌ই দু’জনা
মাঝে মাঝে হয় একটু কষ্টেরও আলপনা।
তবুও দেখি তারে বারেবারে স্বপ্নে ও জাগরণে
ডাকি তারে দিবানিশি ব্ল‍্যাক পাইথন‌ নামেই।

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম

সিএন/এমএ

Views: 4

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন