ঘুমিয়ে ছিল শহর সে রাতে
নিস্তব্ধ-নিঝুম;
কোলাহলহীন রাতের চাদরে
আদর মাখানো ঘুম।
হঠাৎ সেই শান্ত পুরীর
শান্তি গেল টুটে;
ব্রাশফায়ার আর গোলাগুলিতে
হাহাকার রোল উঠে।
নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালীদের
নির্বিচারে মেরে
কাপুরষ সেই পাক বাহিনী
উল্লাসে ফেটে পরে।
নারকীয় গণহত্যা চালাল
সেই দিন হায়নারা;
অসহায় জাতি ছুটে দিগ্বিদিক
উদভ্রান্ত দিশাহারা !
হাজার লোকের রক্তে ভিজল
ঢাকার অলিগলি;
অপারেশন সার্চলাইটের নামে
চলল নির্বিচারে গুলি।
একাত্তরের ২৫ শে মার্চ
পৃথিবীর ইতিহাসে
ভয়াল কালো রাত হিসেবে
আজও লেখা আছে।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম
সিএন/আলী
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন