রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: মহররমের আশুরা  । মোহাম্মদ ওয়াসিম

বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩

প্রিন্ট করুন

মহররমের আশুরার দিনে…..
প্রভু, নভোমন্ডলে সৃষ্টিকুলের প্রাথমিক বিভাজন প্রক্রিয়ার সূচনা করেন।
তিনিই আকাশ উঁচু করে মানদণ্ড রাখেন তাতে,
তাইতো সূর্য-চন্দ্র নিজেদের পথে চলছে হিসাবমতে,
মহান প্রভু; পৃথিবী স্থাপন করেছেন শুধু সৃষ্টজীবের তরে,
আমরা কি অস্বীকার করতে পারি,
তারই দানের কথা সৃষ্টির তরে!

মহররমের আশুরার দিনে…….
হযরত আদমের (আ.) সৃষ্টির উত্থান।
প্রভু, একই দিনে মা হাওয়ার সাথে মিলন করান।
হযরত আদম (আ.) ও মা হাওয়াকে পৃথিবীতে অবতরণ করান।

এ দিনেই হযরত আদমের (আ.) ত‌ওবা প্রভু কবুল করেন।
আমরা কি অস্বীকার করতে পারি,
তারই দানের কথা সৃষ্টির তরে!

মহররমের আশুরার দিনে……
হযরত নুহের (আ.) জাহাজ জুদি পাহাড়ে প্রভু থামান।
এ দিনেই হযরত ইব্রাহীমকে (আ.) নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করান,
এক‌ই দিনে আল্লাহ তাকে রক্ষা করেন।

হযরত মূসা (আ.) ও বনি ইসরাইলদের প্রভু সাগরের মধ্যে দিয়ে পার করান।
এক‌ই দিনে ফেরাউন ও তার বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মারেন।
আমরা কি অস্বীকার করতে পারি,
তারই দানের কথা সৃষ্টির তরে!

মহররমের আশুরার দিনে…….
হযরত হুসাইনকে (রা.) এজিদের হাতে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করান,
এ দিনেই হযরত ইউনুসকে (আ.) প্রভু মাছের পেট থেকে রক্ষা করান।

আমরা কি অস্বীকার করতে পারি,
তারই দানের কথা সৃষ্টির তরে!
মহররমের আশুরার এ দিনে……

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন