বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

কবিতা: সুনজর  । মো. গনি মিয়া বাবুল

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

প্রিন্ট করুন

একই মঞ্চে পঞ্চ কবির
স্বপ্ন ছবি সুনজর,
ঢেউ খেলে যায় রক্ত অরুণ
কেউ দিবেন না কুনজর।

রত্ন গর্ভা গাজীপুরের
গর্বে ভরা ইতিহাস,
শাল গজারীতে ভরপুর
ভাওয়াল রাজার প্রীতিচাষ।

সুনজরের সুনজরই
দৃষ্টি হারা মনের,
হতে পারে কৃষ্টি আলো
স্বপ্ন জনগণের।

দলাদলির উর্ধ্বে থেকে
চলতে সবাই একসাথে,
সকল দ্বন্দ দূরে ঠেলে
কেউ যেও না সংঘাতে।

কবি: গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক
উপদেষ্টা, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি

ঢাকা

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন