সেই ছোট্ট কেয়া বনের পাশে,
আমার কাঠের ঘর
আর আঙ্গিনা জুড়ে আছড়ে পড়া বঙ্গোপসাগর।।
আকাশ হেথায় ডুব দিয়েছে,
নীল জলেতে ভেসে,
সূর্য যেথায় কুসুম রঙ্গা,
লজ্জাবতীর বেসে।।
রঙিন রঙিন হাজার ঝিনুক
ঢেউয়ের তালে এসে,
সাজিয়ে দেয় বালুচর
চুপটি করে বসে।।
সাগর তীরে স্থির দাঁড়িয়ে
অবাক প্রবাল পাথর
দুয়ার খুলে দেখেছিলাম,
মায়ায় ভরা সাগর।।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন