শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

কবি ও নাট্যকার কাজী রোজী আর নেই

রবিবার, ফেব্রুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের সভাপতি, নাট্যকার, রাজনীতিবিদ ও একুশে পদকপ্রাপ্ত সংগ্রামী কবি কাজী রোজী আর নেই। ইন্না লিল্লাহহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। কাজী রোজীর মেয়ে সুমী সিকান্দার এ খবর নিশ্চিত করেছেন।

তিনি গণ মাধ্যমকে বলেন বলেন, রোববার (২০ ফেব্রুয়ারি) তার মরদেহ সেগুনবাগিচার বাস ভবনে আনা হয়েছে। কাজী রোজীকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’

জানা যায়, কাজী রোজী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন