ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে তার বিতর্ককে এ যাবতকালের সেরা হিসেবে বর্ণনা করেছেন। একইসাথে তিনি সঞ্চালকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও এনেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মন্তব্যে তিনি বলেন, ‘আমি মনে করি, এটি আমার জীবনের সেরা বিতর্ক।’
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাতটায়) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে এবিসি নিউজের এ বিতর্কটি অনুষ্ঠিত হয়। টানা ৯০ মিনিটের এ বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করেছে।
দেশটিতে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পূর্বে এটিই ছিল উভয় প্রার্থীর প্রথম ও সম্ভবত শেষ বিতর্ক।
সিএন/আলী
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন