বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

কমলো স্বর্ণের দাম

শুক্রবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৩

প্রিন্ট করুন

স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির মিশ্র তথ্য প্রকাশিত হয়েছে। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে। ফলে উদ্বিগ্ন হয়ে স্বর্ণে বিনিয়োগে পিছপা হয়েছেন বিনিয়োগকারীরা। ফলে দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে ডলারের মূল্যও বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সিএনবিসি এসব তথ্য জানিয়েছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পটমূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৮১৮ ডলার ১০ সেন্টে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) যা ছিল ১৮২১ ডলার ৩৪ সেন্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৮৩৪ ডলার ৮০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৮২৮ ডলার ৭০ সেন্টে।

এ নিয়ে টানা চার সপ্তাহ স্বর্ণের দাম কমলো। এই সময়ে মূল্যবান ধাতুটির মূল্য কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।

আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, ফেড সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখতে পারে। এতে স্বর্ণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ ডলারের দাম বেড়েছে। সেই সঙ্গে ইউএস ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা যায়, গত প্রান্তিকে সংশোধিত ২ দশমিক ৭ শতাংশ বার্ষিক হারে মার্কিন জিডিপি বৃদ্ধি পেয়েছে। তবে গত সপ্তাহে বেকারত্বের সুবিধার জন্য নতুন দাবিগুলো অপ্রত্যাশিতভাবে কমেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন