মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কয়লা সংকটে ফের বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

রবিবার, জুলাই ৩০, ২০২৩

প্রিন্ট করুন

বাগেরহাট: কয়লা সংকটে ফের বন্ধ হয়ে গেছে রামপাল বিদ্যুৎকেন্দ্র। শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত তিনটা ২৮ মিনিটে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

রোববার (৩০ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক জানান, ৫৫ হাজার টন কয়লা আসছে। এলেই কেন্দ্রটি ফের চালু হবে।

তিনি আরো জানান, কয়লাগুলো নিয়ে একটি জাহাজ রামপালের উদ্দেশে ইন্দোনেশিয়া ছেড়েছে। আগামী ৮ আগস্ট কেন্দ্রটি ফের উৎপাদনে আসতে পারে।

কয়লা সংকটের পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে এর আগেও বন্ধ হয়ে যায় রামপাল। অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ না করায় কেন্দ্রটি ঠিক সময়ে জ্বালানি আমদানি করতে পারছে না। দেশের একটি শীর্ষ শিল্প গ্রুপ কেন্দ্রটিতে কয়লা সরবরাহ করে।

ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সমান অংশীদারত্বে এক হাজার ৩২০ মেগাওয়াটের কেন্দ্রটি নির্মাণ করেছে। বাগেরহাটের রামপালে নির্মাণ করা কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করছে। অন্য ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত হচ্ছে।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন