সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

কর্মস্থলে অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর থেকে যেসকল পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান না করে লুকিয়ে রয়েছেন, তাঁদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি আরও বলেন, ‘এখনো কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য। আমরা তাঁদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছি। আপনারাও তাঁদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন।’

তিনি আরও বলেন, নিশ্চয়ই তাঁরা কোনো অপকর্মে জড়িত ছিলেন, এ কারণে কাজে যোগদান করছেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক, আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, উপমহাপরিচালকবৃন্দ, বাহিনীর পরিচালকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএন/এমটি

Views: 5

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন