কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত: অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি কলকাতার নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘যত কাণ্ড কলকাতাতেই’। এতে তার বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। অনীক দত্তের পরিচালনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। দার্জিলিং ও কলকাতার বিভিন্ন জায়গায় চলবে দৃশ্যধারণের কাজ।
নতুন এ চলচ্চিত্র নিয়ে নওশাবা বলেন, ‘চলচ্চিত্রের গল্প চমৎকার। স্ক্রিপ্ট দেখেই আমি কাজটি করতে রাজি হয়েছিলাম। আমার মতে, গল্পটির মধ্যে নতুন কিছু আছে, যা আগে কখনো পর্দায় দেখানো হয়নি।’
‘টানা এক মাস শুটিং চলবে। তারপর কিছু দিনের বিরতি দিয়ে ফের কাজ শুরু হবে। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ হবে। আগামী বছর পূজায় চলচ্চিত্রটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তাই, টানা শুটিংয়ের শিডিউল নেয়া হয়েছে সবার। কাজটি করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ।’
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলচ্চিত্রের চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়।
চলচ্চিত্রের মূল গল্পের সমান্তরালে আরো একটি ট্র্যাক থাকবে। সেটা লেখা হয়েছে পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটেই দেখা যাবে, বাংলাদেশের অভিনেত্রী নওশাবাকে।
জানা গেছে, এ চরিত্রটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল মধুমিতা সরকারের।
সম্প্রতি নওশাবার নতুন চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’র ডাবিং শেষ করেছেন। দুই নারীর প্রতিবাদী গল্প নিয়ে চলচ্চিত্রটি বানাচ্ছেন ফুয়াদ চৌধুরী। এ ছাড়া, গেল ১৭ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। এটি নির্মাণ করেছেন ইয়াসির আল হক। এ ছাড়া, প্রায় ছয় মাস পর মঞ্চে ফিরেছেন নওশাবা।
সিএন/এমএ
Views: 2
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন