বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কলেজ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, বিজিবি মোতায়েন

সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাজধানী ঢাকায় তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) পূর্ব ঘটনার জের ধরে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় আহত ৮ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে তারা লাঠিসোঁটা হাতে বের হন কবি নজরুল সরকারি কলেজের দিকে। বেলা ১১টার দিকে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হন এ দুই কলেজের হাজারও শিক্ষার্থী। পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ব্যাপক ভাঙচুর করেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান দুই কলেজের সংঘর্ষে এ পর্যন্ত আটজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই মাথায় আঘাত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন