রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কানাডায় সড়কেই প্রাণ গেল ৩ বাংলাদেশির, কুমার বিশ্বজিতের ছেলে আইসিইউতে

বুধবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: কানাডার টরোন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। তাকে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তাররা আরও ৬ থেকে ১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।

সোমবার রাত সাড়ে ১১টায় হাইওয়ে-৪২৭ মহাসড়কের দুন্দাস স্ট্রিট ওয়েস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

কানাডার প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন। নিহতদের মধ্যে ২০ বছর বয়সী দুজন তরুণ-তরুণী রয়েছেন। নিহত আরেকজন ১৭ বছর বয়সী কিশোর। ২১ বছর বয়সী এক যুবক গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাণে বাঁচলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সংগীতশিল্পী প্রিতম আহমেদ বলেন, মোবাইল ফোনে তাঁর সঙ্গে কুমার বিশ্বজিতের ছোট ভাই অভিজিতের কথা হয়েছে। অভিজিৎ দে তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন নিবিড়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন