শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

কালবৈশাখীর ঝড়ে উড়ে যাবে তারেক-জোবাইদার রায়: রিজভী

বুধবার, আগস্ট ২, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়রাম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদাকে যে সাজা দেওয়া হয়েছে তা সরকারের ফরমায়েশি রায় বলে অভিহিত করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী। তিনি দাবি করেছেন এই রায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে।

বুধবার (২ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমানকে আদালতের দেয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এরাই কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে।’

বিএনপি টাকা কোথায় পায়, প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন, ‘ধানমন্ডিতে ভবন, গুলিস্তানে আলোকসজ্জিত ১০ তলা যে ভবন (আওয়ামী লীগ অফিস) তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন। এছাড়া আজকের রংপুরের সমাবেশে ১ হাজার টাকা করে লোক আনা হয়েছে, এই টাকা কোথায় পেলেন?’

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন