শুক্রবার, ২০ জুন ২০২৫

শিরোনাম

কাশ্মিরে স্বস্তির নিশ্বাস, খুলছে বাজার—যুদ্ধবিরতির পর ফিরে আসছে স্বাভাবিকতা

রবিবার, মে ১১, ২০২৫

প্রিন্ট করুন

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

যুদ্ধবিরতির ফলে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মিরে আবারও ফিরে আসছে স্বাভাবিকতা। রোববার সকাল থেকেই শ্রীনগরের বাজারগুলোতে মানুষের চলাচল চোখে পড়ছে। অনেক দোকানপাট খুলেছে, ক্রেতা-বিক্রেতারা নিজেদের কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, অনেক দিন পর দোকান খুলেছি। আল্লাহর রহমতে পরিস্থিতি ভালো থাকলে আবার ব্যবসা শুরু করতে পারব।

তবে এখনও বাজার এলাকায় কড়া নজরদারিতে রয়েছে নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ফলে দুই দেশের সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে। আর কাশ্মিরে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে পুরোনো গতিতে ফিরতে শুরু করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন