নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে একটি চলন্ত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ রিচমন্ড হিলের ১২০তম স্ট্রিটে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে,গাড়ির ধাক্কায় ওই মহিলা গুরুতর আহত হোন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।চালক ইচ্ছাকৃতভাবে ওই মহিলাকে আঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, ওই মহিলাকে ধাক্কা দেওয়ার পর গাড়ি থেকে চারজনকে ছুরিকাঘাত করা হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন