বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

কুইন্সে বসতঘরে আগুন লেগে শিশু নিহত, আহত ২

রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) কুইন্সের কলেজ পয়েন্টের ১৩০ নম্বর স্ট্রিটের তিনতলা ইটের রো-হাউসের উপরের তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে দুইজন পুরুষ। যাদের একজন ১৮ বছর বয়সী এবং অপরজন ৩৫। মূলত ধোঁয়ার কারণেই তারা আহত হন।

জানা গেছে, এদিন সকাল ৭টার দিকে ওই ভবনে আগুন লাগে। এসময় ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। আর ভবনে ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে ত্রুটিজনিত কারণে ওই শিশু নিহত হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, খবর পেয়ে সকাল ৮টা থেকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন