নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে বিবাদে জড়ানোর পর এক ব্যক্তির ছোড়া গুলিতে ৩ পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ এপ্রিল)বিকেল ৪টার দিকে ফ্রেশ মিডোজের ১৮৮ তম স্ট্রিটের কাছে ফুটপাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুইজন ব্যক্তি চলন্ত গাড়ি থেকে নেমে কয়েকজনের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এসময় তাদের মধ্যে তুমুল জগড়া ও তর্কাতর্কি হয়। এক পর্যায় এক ব্যক্তির ছোড়া গুলিতে দুই কিশোর ও এক কিশোরী আহত হন।
পুলিশ জানিয়েছে, আহতরা পেটে,পায়ে ও বাহুতে আঘাত পেয়েছে।তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন