যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের নদীতে নিজ হাতে তৈরি কুমড়ার নৌকায় ৪৫.৬৭ মাইল ভ্রমণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন অরেগনের গ্যারি ক্রিস্টেনসেন। প্রায় ২৬ ঘণ্টার কষ্টসাধ্য এই যাত্রায়, তিনি পূর্বের ৩৯ মাইলের রেকর্ডটি ভেঙেছেন। বিশেষভাবে কাটা ও ডিজাইন করা ১ হাজার ২১৪ পাউন্ডের কুমড়া দিয়েই তৈরি এই নৌকায় নদী পাড়ি দিতে গিয়ে ক্রিস্টেনসেনকে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের সঙ্গে লড়তে হয়েছে।
গ্যারি ক্রিস্টেনসেন ২০১১ সাল থেকে বিশাল আকারের কুমড়ার চাষ করছেন। ২০১৩ সালে তিনি প্রথম এই কুমড়াগুলো দিয়ে নৌকা তৈরি শুরু করেন এবং পশ্চিম উপকূলের জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় চারবার শিরোপা জিতেছেন। তার কথায়, এত বড় কুমড়ার নৌকা নিয়ে নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে যাত্রা মোটেই সহজ ছিল না। যাত্রাপথে, নদীতে ৩০-৩৫ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ায় নৌকায় পানি জমে যাচ্ছিল এবং তিনি ভিজে যাচ্ছিলেন।
প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত ভিডিওতে ধারণ করেছেন ক্রিস্টেনসেন। উৎসাহী মানুষের কৌতূহল মেটাতে নৌকার গায়ে তিনি লিখেছিলেন “এটা সত্যি”—যাতে সবাই বুঝতে পারে, এই অনন্য নৌযাত্রা একদম বাস্তব।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন