শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

কুরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ করল সরকার

মঙ্গলবার, জুলাই ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: এবার কুরবানির পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়িয়ে নির্ধারণ করেছে সরকার।  এ বছর ঢাকা প্রতি বর্গ ফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭-৫২ টাকা ও ঢাকার বাইরে ৪০-৪৪ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

আর খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ১৮-২০ টাকা ও বকরির চামড়া ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ মূল্য নির্ধারণ করা হয়।

সভা শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ২০২১ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪০-৪৫ টাকা ও ঢাকার বাইরে ৩৩-৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৫-১৭ টাকা ও বকরির চামড়া ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ২০২০ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয় ৩৫-৪০ টাকা ও ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দর ২৮-৩২ টাকা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন