দেশ ও প্রবাসের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকারে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক ইউএসএর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ হয়েছে। গেল ১০ নভেম্বর নিউইয়র্ক সিটির ওজোনপার্কের মুনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের চিফ অডিটর শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আবদুল মান্নান।
তিন পর্বের এ অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ নাসিম, মোশাররফ হোসেন সবুজ ও মিজানুর রহমান মিজান। শপথ পর্ব পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ মুসা।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন সভাপতি নূর আলম সিদ্দিক মুন্না, সহ-সভাপতি মোহাম্মদ মোতাছেম বিল্লাহ সিরাজী ও আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সহ-কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ওয়ালি উল্লাহ, অফিস সম্পাদক জাহিদ উদ্দিন ভূইয়া, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোকারম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক।
নির্বাহী সদস্যরা হলেন শাহাবউদ্দিন, নজরুল ইসলাম ও মোহাম্মদ মামুন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন