মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ক্যানসারের ‘টিউমার মরবে’ এক ওষুধেই, যুগান্তকারী আবিষ্কার

বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ক্যানসারের টিউমার ‘মেরে ফেলতে’ পারবে- এমন এক ওষুধ আবিষ্কারের কথা জানিয়েছে ‘সিটি অব হোপ’ নামে যুক্তরাষ্ট্রের ক্যানসার গবেষণা ও চিকিৎসা কেন্দ্রের এক দল গবেষক। তাদের দাবি, এটি এমন একটি ওষুধ; যেটির শক্তিতে সলিড ক্যানসার সেরে যেতে পারে নির্দিষ্ট কেমোথেরাপির মাধ্যমে।

‘এওএইচ ১৯৯৬’ নামের ওষুধটি ক্যানসারজাতীয় প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন (পিসিএনএ) নামে একটি প্রোটিনের বিরুদ্ধে সরাসরি কাজ করে৷’ এটি এমন একটি প্রোটিন, যা টিউমার বড় হওয়া ও ডিএনএ রেপ্লিকেশনের পথে কাজ করে থাকে৷ পিসিএনএকে আগে অতীতে ‘অনিরাময়যোগ্য’ হিসেবে বিবেচনা করা হত।

গেল দুই দশক ধরে এটি নিয়ে কাজ চলছে ও আশানুরূপ ফল পাওয়া গেছে। ওষুধটি সরাসরি কাজ করছে বুক, প্রস্টেট, মাথা, ওভারিয়ান, স্যার্ভিক্যাল, ত্বক ও ফুসফুসের ক্যানসারের বিরুদ্ধে।

সেল ক্যামিক্যাল বায়োলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা গেছে, ৭০টি ক্যানসার সেল লাইনের ওপর এটি কাজ করছে৷

গবেষকদের দাবি, ‘এওএইচ ১৯৯৬’ সরাসরি ক্যানসার সেল ধ্বংস করছে। কারণ, এটি সাধারণ কোষ বিভাজনের প্রক্রিয়ায় বাধা দিয়ে ক্যানসারকে মারছে৷ পালা এবার মানুষের শরীরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালের।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন