সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

ক্যাপিটল হিল দাঙ্গা, প্রাউড বয়েজের সাবেক প্রধানের ২২ বছরের জেল

বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার অভিযোগে সশস্ত্র সংগঠন প্রাউড বয়েজের সাবেক প্রধান ইনরিকিউ তারিওকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হামলায় জড়িত থাকা ও ভূমিকা রাখার অভিযোগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তাকে এ সাজা দেওয়া হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের উসকানির অভিযোগ, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং আরও কয়েকটি অপরাধে গত মে মাসে ৩৯ বছর বয়সী সাবেক এই নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ক্যাপিটল হিলে মার্কিন ইতিহাসে ভয়াবহ দাঙ্গা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ১ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

মঙ্গলবার অভিযুক্ত তারিওকে ওয়াশিংটন ফেডারেল কোর্টাহাউজে তোলা হয়। পরনে ছিলেন কমলা রঙের পোশাক। নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। রায় ঘোষণার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দাঙ্গায় জড়িত থাকায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। ক্ষমা চান পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের কাছে।

প্রাউড বয়েজের সাবেক প্রধানের ৩৩ বছরের সাজার জন্য আবেদন করেন প্রসিকিউটররা। তবে, হামলার দিন ওয়াশিংটনে ছিলেন না তারিও। কিন্তু, তার সংগঠনের সদস্যরা সামরিক স্টাইলে ক্যাপিটল হিলে হামলা চালায়। হামলার অভিযোগেই তাকে অভিযুক্ত করা হয়।

রায়ে বিচারক টিমোথি কেলি বলেন, ক্যাপিটলে এই হামলা আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য ভেঙে দিয়েছে। আমেরিকান হিসেবে এই প্রথা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি।

এদিকে বিচারককে উদ্দেশ্য করে তারিও বলেন, অনুগ্রহ করে আমার প্রতি দয়া দেখান। জীবন থেকে ৪০টি বছর কেড়ে নেবেন না। আদালতে চোখের পানি মুছতে থাকেন তিনি। সাজা কমানোর জন্য বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন তার মা।

বিচারক বলেছেন, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল ভিত্তি আঘাত হেনেছে। মার্কিন গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই চরমতম শান্তি দেওয়া হচ্ছে অভিযুক্তদের।

এর আগে, গত বৃহস্পতিবার প্রাউড বয় নেতা জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই দণ্ডে দণ্ডিত হন।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে হওয়া নির্বাচনের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে বিজয়ী হন জো বাইডেন। ভোটে হেরে কোনো ভিত্তি ছাড়াই বারবার কারচুপির অভিযোগ করেন ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ওই নির্বাচনের ফল প্রত্যায়নের জন্য কংগ্রেসের অধিবেশন চলাকালে ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালান। ভোটের ফলাফল পাল্টে দেওয়ার দাবিতে কয়েক হাজার মানুষ ওই হামলা চালান।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন