শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় দাবানল, হুমকিতে দুনিয়ার সবচেয়ে বড় গাছের বন

বুধবার, জুলাই ১৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: ফের আমেরিকার বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোনিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে। এ দাবানল বাড়দে ধাকায় হুমকির মুখে পড়েছে রাজ্যের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত পৃথিবীর সবেচেয়ে বড় গাছ জায়ান্ট সিকোয়া বন।

এরই মধ্যে বনের অর্ধেক বেশি এলাকা পুড়ে গেছে। দুনিয়ার সবচেয়ে বড় ও পুরনো গাছের বন রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপণকর্মীরা।

গত বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে ফের শুরু হয় সবশেষ দাবানলটি। এতে ঝুঁকিতে পড়ে বনের প্রায় ৫০০ জায়ান্ট সিকোয় গাছ। এগুলোর মধ্যে রয়েছে প্রায় তিন হাজার বছর পুরনো বিখ্যাত গাছ গ্রিজলি জায়ান্ট। তবে এখন পর্যন্ত এর কোন গাছেই আগুন ধরেনি।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, তারা ওই গাছগুলোকে রক্ষায় ‘অতি সতর্কতা’ অবলম্বন করছেন। এ জন্য গাছগুলোর চারপাশে পানি ছিটানোর যন্ত্র বসানো হয়েছে। যন্ত্র দিয়ে পানি ছিটিয়ে গাছের গোড়া আদ্র রাখা হচ্ছে। এর ফলে গাছে আগুন লাগান কঠিন হবে মনে করা হচ্ছে।

এ দিকে, দাবানলের কারণে এরই মধ্যে প্রায় এক হাজার ৬০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে ন্যাশনাল পার্কে বসবাসকারী ওয়াওনা জনগোষ্ঠীও রয়েছে। দাবানলের কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, ‘শুষ্ক ও গরম আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠেছে।’

দুনিয়ার সবচেয়ে বড় গাছ বলে পরিচিত জায়ান্ট সিকোয়া। এ প্রজাতির গাছের সবচেয়ে বড়টি ৮৩ মিটার (২৭৫ ফুট) দীর্ঘ ও ব্যাস ১১ মিটারের (৩৬ ফুট) বেশি। এ গাছগুলোর জীবনকাল অবিশ্বাস্য রকম বেশি। প্রায় তিন হাজার বছর বাঁচতে পারে এসব গাছ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাছের পাশাপাশি ইয়োসেমাইট ও এর আশপাশের এলাকায় বসবাসকারী ওয়াওনা সম্প্রদায় হুমকির মুখে পড়েছে। তাদের গত শুক্রবারই (৯ জুলাই) এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন