ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠনের লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের মালিকানায় এরই মধ্যে বিটকয়েনসহ যেসব ক্রিপ্টোকারেন্সির মজুদ রয়েছে, সেগুলো ব্যবহার করেই এই রিজার্ভ প্রতিষ্ঠা করা হবে। সংবাদ রয়টার্সের।
শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসে ক্রিপ্টোকারেন্সি নির্বাহীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। এক দিন আগেই বৃহস্পতিবার (৬ মার্চ) ক্রিপ্টোকারেন্সি বিষয়ক আদেশে সই করেন তিনি।
ট্রাম্পের নির্বাহী আদেশে অর্থ ও বাণিজ্য মন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে যে, তারা এমন ‘বাজেট-নিরপেক্ষ কৌশল’ প্রণয়ন করবেন, যার মাধ্যমে অতিরিক্ত বিটকয়েন সংগ্রহ করা সম্ভব হবে, কিন্তু এর জন্য করদাতাদের ওপর কোনো অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে না।
এক্স হ্যান্ডলে এক পোস্টে হোয়াইট হাউসের ক্রিপ্টো বিষয়ক প্রধান বিলিয়নিয়ার ডেভিড স্যাক্স জানান, কেন্দ্রীয় সরকারের এই রিজার্ভ গঠন হবে অপরাধমূলক কর্মকাণ্ডের জরিমানা থেকে প্রাপ্ত অর্থ। সেই সঙ্গে দেওয়ানি মামলায় বাজেয়াপ্ত করা সম্পত্তিও সরকার বিটকয়েনে রূপান্তর করবে।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে অন্যরকম উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বিটকয়েনসহ আরও একাধিক ক্রিপ্টোকারেন্সির দর বেড়েই চলেছে।
বিশেষজ্ঞদের মতে, মূলত ট্রাম্পের প্রত্যাবর্তন বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদের জন্ম দিয়েছে। কারণ ট্রাম্প এরই মধ্যে ‘ক্রিপ্টোবান্ধব’ হিসাবে পরিচিতি পেয়েছেন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন