শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ক্ষমতায় বসতে চাইলে ২০০৭ সালেই বসতে পারতাম: ড. ইউনূস

শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যদি ক্ষমতা চাইতাম তখন যখন (২০০৭ সালে) মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত, আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, নিজের বিরুদ্ধে চলমান মামলাসহ নানা প্রসঙ্গে খোলামেলা আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে রাজি করানোর জন্য বসে (সেনাবাহিনীর) থাকতে হবে কেন, আমি যদি ক্ষমতাই চাইতাম তা হলে বলতাম চলেন চলেন কোন জামাটা পরতে হবে, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে। যে না ভাই আমাকে দিয়েন না, আমি এ কাজে উপযুক্ত না। আপনারা অন্য লোক খোঁজেন।’

প্রফেসর ইউনূস বলেন, ‘তারা আমার ওপর মন ঠিক করে ফেলেছে, আমাকেই নিতে হবে। আমি বারেবারে বলতেছি তাদের, তারা নিরাশ হয়ে চলে গেল। সকাল বেলা আবার আসব তখন আপনি আমাদের বইলেন যে রাজি আছেন, আমি বললাম না সকাল বেলা আসলে একই কথা পাবেন, এমন কিছু না যে আমি মনের মধ্য দ্বন্দ্ব রেখে বলছি, আমি পরিষ্কারভাবে বলছি। কে ছাড়ে! আপনাকে দেশের সরকারের প্রধান বানাতে আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এমন কয়জন আছে? যে বলবে আমি এ দায়িত্ব গ্রহণ করব না।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন