শনিবার, ১২ অক্টোবর ২০২৪

শিরোনাম

খালেদা জিয়ার মুক্তি চাইলেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন প্রধান

বুধবার, নভেম্বর ৮, ২০২৩

প্রিন্ট করুন
খালেদা জিয়া 1
খালেদা জিয়া 1

সিএন প্রতিবেদন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রধান ভলকার তুর্ক। চিঠিতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও আহ্বান জানানো হয়েছে। 

বুধবার (০৮ নভেম্বর) এ বিষয়ে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন প্রধান ভলকার তুর্কের ওই চিঠিতে তারিখ উল্লেখ আছে ‘১ নভেম্বর’।

চিঠিতে তিনি লিখেছেন, ‘দেশের বাইরে প্রয়োজনীয় জরুরি এবং বিশেষ চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য আমি আপনার সরকারের কাছে তাঁর (খালেদা জিয়া) মুক্তির জন্য আবেদন জানাচ্ছি।’ 

আগামী জানুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনো আটক কিংবা গ্রেপ্তার না করার জন্যও আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এ ধরনের কার্যকলাপ বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তুর্ক। 

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন