সিএন প্রতিবেদন: দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের বর্তমান প্রচেষ্টা অব্যাহত রাখতে বলেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাতে গুলশানের বাসভবন ফিরোজায় দলের শীর্ষনেতাদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী যেন ভালো থাকে তাদের মঙ্গলের জন্য, গণতন্ত্রের জন্য তারা যেভাবে কাজ করছে সেই কাজ যেন তারা করে সেটাই তিনি বলেছেন।
মির্জা ফখরুল আরও বলেন, যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, অর্থনীতির অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে সেই বিষয়গুলো তিনি অবহিত আছেন। একই সঙ্গে আবহাওয়া যে প্রচণ্ড দাবদাহ গেল এ বিষয়টাও উল্লেখ করে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তা নিয়েও তিনি কথা বলেছেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন