শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

গর্ভপাতের জন্য নারীদের সুরক্ষা নিশ্চিত করার কসম বাইডেনের

সোমবার, জুলাই ৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: গর্ভপাত ইস্যুতে নারীদের সুরক্ষা নিশ্চিত করার সপথ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন । সুপ্রিম কোর্ট গর্ভপাত নিয়ে সাংবিধানিক অধিকার বাতিলের পর উদ্বেগ জানিয়ে দেশ জুড়ে নারীদের বিক্ষোভ অব্যাহত থাকার মধ্যেই এ অঙ্গীকার করলে বাইডেন। খবর বিবিসির।

জো বাইডেন বলেন, ‘কেন্দ্রীয় সরকার গর্ভপাতের জন্য নারীদের বিভিন্ন প্রদেশে ভ্রমণের সুরক্ষা নিশ্চিত করবে।’

আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলে কংগ্রেসে গর্ভপাত নিয়ে নারীদের সুরক্ষায় আইন করা হবে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন।

সুপ্রিম কোর্টের ওই রায়ের পর আমেরিকার প্রতিটি প্রদেশ গর্ভপাত নিয়ে নিজের মতে করে আইন প্রণয়ন করতে পারবে। এতে দেশের বেশির ভাগ রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুগল জানিয়েছে, গর্ভপাত ক্লিনিকে যাওয়া নারীদের তথ্য তারা মুছে ফেলবে। এতে করে পরবর্তী এ তথ্য ব্যবহার করে কোনে নারীকে দণ্ড দেয়া যাবে না।

ধারণা করা হচ্ছে, যেসব অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ রয়েছে, সেখান থেকে নারীরা অন্য অঙ্গরাজ্যে চলে যাবেন। যেখানে গর্ভপাতের অনুমোদন রয়েছে। তবে বাইডেনের আশঙ্কা, প্রদেশগুলো হয়তো এসব নারীদের গ্রেফতার করা শুরু করবে।

বাইডেন বলেন, ‘মানুষেরা আমার এ কথা বিশ্বাস করতে চাইবে না; কিন্তু এটাই হতে যাচ্ছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন