শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গাজায় ইসরাইলের পাল্টা হামলা ‘গুরুতর’

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩

প্রিন্ট করুন

ব্রাসিলিয়া, ব্রাজিল: ব্রাজিলের প্রেসিডেন্ট  লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার (১৩ নভেম্বর) ইসরাইলকে গাজা উপত্যকায় ‘কোন বাছ-বিচার ছাড়াই নিরপরাধ মানুষ হত্যা’ করার জন্য অভিযুক্ত করেছেন ও সেখানে তাদের কর্মকান্ড ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাসের হামলার মত ‘গুরুতর’ বলে মনে করেছেন।

লুলা দা সিলভা বলেন, ‘হামাসের উস্কানিমূলক হামলার পর ইসরাইলের পাল্টা পদক্ষেপ হামাসের ইসরাইলে হামলার মতই গুরুতর। এক্ষেত্রে, ইসরাইল কোন বাছ-বিছার ছাড়াই নিরাপরাধ মানুষকে হত্যা করছে।’

ল্যাটিন আমেরিকার বৃহত্তম এ দেশের নেতা সন্ত্রাসী রয়েছে- এমন অজুহাতে বিভিন্ন হাসপাতালে ও শিশু রয়েছে এমন অনেক স্থানে বোমা হামলা চলানোয় ইসরাইলকে অভিযুক্ত করেন।

লুলা বলেন, ‘এটি ব্যাখ্যাতীত। প্রথমে আপনাকে নারী ও শিশুদের বাঁচাতে হবে। তারপর আপনি যার সাথে চান যুদ্ধ করুন।’

ব্রাজিলের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিরা এসব মন্তব্যকে ‘ভুল’, ‘অন্যায়’ ও ‘বিপজ্জনক’ বলে নিন্দা করে বলেছেন, তারা ‘ইসরাইল ও হামাসকে একই স্তরে রাখে।’

ইসরাইল বলেছে, ‘হামাসের ৭ অক্টোবরের হামলায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইলে হামলা চালানোর সময় হামস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।’

এ দিকে, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘গেল ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজার ২৪০ জনেরও বেশি মানুসের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে চার হাজার ৬৩০ শিশু রয়েছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন