গাজা উপত্যাকা, ফিলিস্তিনি অঞ্চল: যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ভূখন্ডে ২৪০ জনের মৃত্যু হয়েছে।
গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার শনিবার (২ ডিসেম্বর) এ কথা বলেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হয়।
গাজা উপত্যকার সর্বত্র ‘শত শত বিমান হামলা, কামান ও নৌবাহিনীর বোমাবর্ষণে’ আরো ৬৫০ জন আহত হয়েছে।
হামাস বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের বাহিনী ‘বিশেষকরে খান ইউনিসকে টার্গেট করেছে। সেখানে তাদের কয়েক ডজন বাড়ি-ঘর ধ্বংস হয়েছে।’
এসব বাড়ি-ঘরে বাসিন্দারা অবস্থান করছিল।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন