সিএন প্রতিবেদন: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বন্দর ও জেটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নৌপথে মানবিক ত্রাণ সহায়তা দিতে এই বন্দর তৈরির পরিকল্পনা বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন মার্কিন সেনাবাহিনীকে গাজায় জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী বন্দর বা জেটি স্থাপনের নির্দেশ দেবেন।
এই জেটির সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য—খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা ও নির্দেশ দেওয়ার পর এই উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে।’
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। এই বন্দর ও জেটি থেকে যেন শ খানেক ট্রাক একযোগে ত্রাণসহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হবে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন