শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়াল

শুক্রবার, আগস্ট ২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ৪৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৬ হাজার ৩১৪ জন।

বৃহস্পতিবার (০১ আগস্ট) গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

গাজায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালায়নি। গাজার বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল এমন একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেখানে সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন