সিএন প্রতিবেদন: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বর্বর হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
রোববার (১২ মে) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
গত ৭ মাসের যুদ্ধে ৩৫ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ হাজারই হলো শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৮ হাজার ৭৫৫ জন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
তাদের হামলায় গাজার বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এসব ভবনের নিচে এখনো ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে পড়ে আছে। যেহেতু গাজার উদ্ধারকারীদের কাছে ভারী সরঞ্জাম নেই। সে কারণে ভবনের নিচে কেউ আটকে পড়লেও তাদের উদ্ধার করা সম্ভব হয় না।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন