শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ায় জো বাইডেনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: গাজায় চলমান গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ও ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মামলার বিষয়টি জানাজানি হয়। নিউইয়র্কের সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস নামের একটি সংগঠন গাজার বাসিন্দাদের পক্ষে এবং মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে এ মামলাটি করেছে।

সংগঠনটির দাবি, ইজরায়েলি বাহিনী গাজায় নজিরবিহীন বোমা হামলা শুরুর পর প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রতি অকুণ্ঠ সমর্থন দেখান।

সিসিআরের আইনজীবী শর্মা পোখারেল বলেন, ‘আন্তর্জাতিক আইন ও ফেডারেল আইনের অধীনে এ গণহত্যা প্রতিরোধ এবং একে সমর্থন বন্ধ করা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সুযোগে তারা ব্যর্থ হয়েছেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন